বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউরোপ আ.লীগের শ্রদ্ধা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগত ইউরোপ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আগামী নির্বাচন নিয়ে প্রবাসীদের কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম, নজরুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রবাসীদের নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার বিজয়ে প্রচারণা চালাতে হবে। আমাদের সবার আত্মীয়-স্বজনদের ভোট নিশ্চিত করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রবাসীদের সুযোগ-সুবিধার কথা সাধারণ জনগণকে জানাতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইউরোপিয়ান আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম।

এ ছাড়া সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম, এ, রব মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগের আতিকুজ্জামান প্রমুখ।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]