দূতাবাস-কনস্যুলেটে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আগামী (১৬ ডিসেম্বর) রোববার বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিন সকাল নয়টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কুরআন তেলাওয়াত, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হবে।

প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিজয় দিবসের আলোচনা সভা ও আপ্যায়নের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হবে। দিবসটি উপলক্ষে এদিন ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে। আগামী (১৭ ডিসেম্বর) সোমবার দূতাবাস-কনস্যুলেট যথারীতি খোলা থাকবে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]