আমিরাতে ব্রেইন স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্রেইন স্ট্রোক হয়ে মুহাম্মদ জসিম উদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার তার মরদেহ দেশে যাওয়ার কথা রয়েছে।

তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের চহুর কাজী বাড়ির মুহাম্মদ নুরুল হকের ছেলে। মৃত্যুকালে স্ত্রীসহ ২ মেয়ে রেখে গেছেন।

নিহতের নিকটতম আত্মীয় মোহাম্মদ সালেক জাগো নিউজকে জানান, দুবাইয়ের নাকিল সেন্টারে নিজ রুমে গত ২০ নভেম্বর রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক দুবাই আল-বারাহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’দিন পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

নিহতের মরদেহ দুবাই আল-বারাহা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]