সিঙ্গাপুরে কবিতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৪ বাংলাদেশি

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

‘গ্লোবাল মাইগ্র্যান্ট ফেস্টিভ্যাল’ উপলক্ষে দেশটিতে বসবাসরত অভিবাসীদের কবিতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছেন চার বাংলাদেশি। তারা হলেন- শরীফ উদ্দিন, রিপন চৌধুরী, মো. জুবায়ের ইসলাম ও অতীন্দ্রমোহন বাগচী। সম্প্রতি সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭ দেশের ৮ ভাষার ১২০ প্রতিযোগী অংশ নেন।

আগামী ১৬ ডিসেম্বর স্থানীয় সময় বিকেলে একই ভেন্যুতে উৎসবের দ্বিতীয় দিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবেন চার বাংলাদেশি। অংশ নিতে যাওয়া শরীফ উদ্দিন ও রিপন চৌধুরী জানান, চূড়ান্ত পর্বে তারা বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করবেন। তবে বিচারকদের সুবিধার্থে প্রজেক্টরের সাহায্য কবিতার ইংরেজী অনুবাদ পর্দায় দেখানো হবে।

এদিকে অভিবাসী জীবনের কঠোর পরিশ্রমের পরও কবিতা প্রতিযোগিতায় স্থান করে নেয়ায় চার বাংলাদেশিকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসীরা। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজিত হচ্ছে বলে এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আশা বাড়ছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]