আমিরাত প্রবাসীদের জরুরি বিজ্ঞপ্তি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেও এখনো পাননি তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান জানান, আবেদনকারীদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে আহ্বান করা হচ্ছে। আজ বেশকিছু পাসপোর্ট আমাদের কাছে এসেছে। এসব পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাস ও কনস্যুলেট সবসময় প্রবাসীদের পাশে থাকবে।

Amirat

উল্লেখ্য, আমিরাতে দূতাবাস ও কনস্যুলেট পাসপোর্ট বিতরণের জন্য আগামীকাল শুক্রবার খোলা থাকবে।

গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সাধারণ ক্ষমার মেয়াদ ছিল। এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীদের আবেদন করতে বলা হয়। দ্বিতীয় দফায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ক্ষমার মেয়াদ বাড়ানো হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]