আমিরাতে ‘সৎসঙ্গ’র শুভ উদ্বোধন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম জন্মলগ্ন ঘোষণার মাধ্যমে শাখা ‘সৎসঙ্গ আল আইনে’র শুভ উদ্বোধন করেছে সব মঠ, মন্দিরের পরিচালক ও শাখা সৎসঙ্গের ভক্তরা। ২৩ নভেম্বর আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, শঙখ ধ্বনি, জয় ধ্বনি ও ঠাকুরের সৎনাম স্মরণ মনন করেন আগত অতিথিরা।

বিশ্বজিত শ্যাম চৌধুরীর সভাপতিত্বে বিকাশ সাহা’র সঞ্চালনায় সৎসঙ্গের পক্ষ থেকে সুমন সরকারকে আজীবন সম্মাননা দেয়া হয়। এ সময় প্রবাসী পার্থ সারথী গীতা সংঘ, দেরা দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সংঘ, আল আইন লোকনাথ সংঘ, আল-আইন মরুতীর্থ, আল-দাহিত সৎসঙ্গ, আল সোয়েব সৎসঙ্গ সকল সৎসঙ্গী ও সনাতনীদের শুভ আগমনে মন্দিরে মহা মিলনমেলায় পরিণত হয়ে পুরহিত্য করেন খিতিশ চন্দ্র দাস (সস্ত্যয়নী)।

উপস্থিত ছিলেন- ছুটন শীল, রিপন শীল, সুবাস দাস, সুমিত সোনি, গৌতম দাস, নন্দন শীল, মিন্টু চৌধুরী, শংকর শিং, মৃদুল বাবু, সমির বাবু, অশোক শীল, সুজন শীল, আশুতোষ দা, বিধান দা, চন্দন নাথ, টিটু শীল, পিন্টু দেব, সেন্টু দেব, শ্যামল সরকার, বিনয় দেবনাথ, বরুন দা, রাজু শীল, রাহুল দাসহ আরো অনেকে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]