জমজমাট বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

সাইফুল আজম সিদ্দিকী সাইফুল আজম সিদ্দিকী (মিশিগান) যুক্তরাষ্ট্র থেকে
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২১ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে মিশিগান বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের আয়োজনে ছিল বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মিশিগান। স্থানীয় বাংলাদেশ আমেরিকান খেলোয়াড়দের সমন্বয়ে ৬টি ফ্রেঞ্চাইজ দল এ বছরের টুর্নামেন্টে অংশ নেয়।

বিপিএলের আদলে ওপেন অকশনের মাধ্যমে সকলে খেলোয়াড় নির্বাচন করেন। সকল দল নির্দিষ্ট ডামী অর্থ ব্যয় করে দল গঠন করেন। মিশিগানের স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ফ্রেঞ্চাইজ দল ক্রয় করেন, খেলায় দলের সকল খরচ তাদের ফ্রেঞ্চাইজ বহন করেন। দল ক্রয়ে ফ্রেঞ্চাইজদের টুর্নামেন্টে কমিটিকে এন্ট্রি ফি দিতে হয়েছে। প্রতিটি খেলোয়াড় ২০ ডলার দিয়ে টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে নাম লেখান।

এ বছর অংশ নেয়া ৬টি দল নাসির সবুজের ‘ভাদেশ্বর ভাইকিং’, ইফতেখার আহমেদের ‘ব্রুজ’স একাদশ’, নাঈম চৌধুরীর ‘সাইক্লোন অব ওয়ালী এন্টারপ্রাইজ’, বকুল তালুকদারের ‘গোলাপগঞ্জ লায়নস’, মুহিত মাহ্মুদের ‘রানাপিং টাইগার্স’, সাইদ মোতাহারের ‘রয়েল বেঙ্গল কুইজিন একাদশ’।

প্রথম রাউন্ডে প্রতিটি দল ৪টি করে গেম খেলে। টপ ৪টি দল সেমিফাইনাল খেলে। ফাইনাল খেলে ‘ভাদেশ্বর ভাইকিং’ ও ‘ব্রুজ’স একাদশ’।

ফাইনালে সাইদ আহমেদের নেতৃত্বে ব্রুজ’স একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৪ রান তুলতে সক্ষম হয় । এ রান চেজ করতে হিমসিম খেতে হয় ভাদেশ্বর ভাইকিং’ দলকে। নিয়ন্ত্রিত বোলিং ও গতির কাছে হার মানে তারা। জবাবে ‘ভাদেশ্বর ভাইকিং’ ১৯ ওভারে ৮০ রানে সকলে আউট হয়ে যায়। তবে দুই দলের ফিল্ডিং ছিল চোখেপড়ার মত। ব্রুজ’স একাদশ দলের অধিনায়ক তার ৪ ওভারে নেন ৪ উইকেট।

টুর্নামেন্টে বোলার অব দ্য টুর্নামেন্ট হন সাইক্লোন অব ওয়ালী এন্টারপ্রাইজের মুনেদ আহমেদ। বেস্ট ব্যাটসম্যান হন ভাদেশ্বর ভাইকিং এর তামিম অনি। বেস্ট ফিল্ডার পুরস্কার পান ব্রুজ’স একাদশের আশফাক রহমান আদিল। মোস্ট ভেল্যুয়াবল প্লেয়ার হন ভাদেশ্বর ভাইকিং এর তামিম অনি। এবারের আসরে মোট ৯০ জন খেলোয়াড় অংশ নেন।

Mishigan3

টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মিশিগানের কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেস বোলার সৈয়দ রাসেল।

বিভিন্ন দলের সমর্থনে প্রবাসী বাংলাদেশীরা দর্শকের জমায়েত হয় টুর্নামেন্টজুড়ে। ক্রিকেট নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উন্মাদনা ভবিষ্যতেও এ আয়োজনে আয়োজকদের উৎসাহিত করেছে বলে জানান উপস্থিত নেতারা।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মিশিগানের সভাপতি নাবিল রহমান, সহ-সভাপতি তায়েফুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার আনসার বিজয়ী দলের খেলোয়াড়দের অভিবাদন ও বাংলাদেশি সমর্থক যারা মাঠে গিয়ে সমর্থন ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান।

ফাইনাল খেলার বিস্তারিত স্কোর কার্ড- লিসন ৪, জাকির ১৪, সায়েদ ১৯, মাহিন ৪, নোমান ১২, কানন ৪১, মামুন ১৬, মাহমুদ, রাইহান ১ ও আদিল ১ রান। অনি ১৭ রানে ২ উইকেট, রাহি ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন।

জবাবে সৈকত ২, তানভীর ৫, অনি ১৩, রাহি ০, কামরান ৭, নাবিল ০, আশরাফুল ১৫, মিনহায ১, জাহিদুল ০, সৌমিক ১৪ তানিম ৪ রান করেন। সাইদ ৪ উইকেট, রাইহান, মাহিন, কানন একটি করে উইকেট নেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]