ইতালি পালেরমো যুবলীগ আ.লীগের ভ্যানগার্ড

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

ইতালি পালেরমো যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বক্তারা বলেন, যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। আসন্ন নির্বাচনে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে যুবলীগকে এগিয়ে আসবে।

ইতালিতে পালেরমো শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পালেরমোর একটি হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন পালেরমো যুবলীগের আহ্বায়ক এম এ হালিম। যুগ্ম আহ্বায়ক আশরাফ জানু ও এমদাদ রায় সাইফুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এ ছাড়া সহ-সভাপতি আঃ রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইতালি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সরদার মোহাম্মদ লুৎফর রহমান, মোক্তার জামান, বর্তমান ভারপ্রাপ্ত সভপতি উজ্জল মৃধা, সদস্য মহিউদ্দিন তফাদর প্রমুখ।

Italy1

এ সময় বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকরাম দেওয়ান, সোহেল রানা চৌধুরী, মাসুদ করিম, সদস্য কয়েস আলী, জাকির হোসেন, শেখ রমজান আলী, আমিনুর রহমান আতিক, ছোটন ভুইয়া, আব্দুল ওয়াদুদ, পনির হোসেন, শেখ আলমগীর, রাশেদুল আমিন হাং, আলম আহমেদ, আরিফুল আম্বিয়া, জয়নাল আবেদীন।

এ ছাড়া রায়হান আলম্মেদ, আঃ সালাম, এনাম আহম্মেদ, যুবলীগ নেতা রাজু, কমল নন্দী, আশরাফ আকন, নাজমুলসহ আরো অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]