বার্সেলোনায় কনস্যুলার সেবা ২৪ নভেম্বর
স্পেনের বাংলাদেশ দূতাবাস বার্সেলোনা শহরে কনস্যুলার সেবা দেয়া হবে আগামী ২৪ নভেম্বর। দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। শহরের নউ দে লা রামলা সড়কের ৪৩ নম্বর ভবনে অবস্থিত সেন্ট্রো সিভিক দ্রাসানেসে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত এ সেবা দেয়া হবে।
বার্সেলোনা শহর ও আশপাশে বসবাসরত বাংলাদেশিরা এই সেবা নিতে পারবেন। কনস্যুলার সার্ভিসে ফিঙ্গারপ্রিন্টসহ পাসপোর্টের জন্য আবেদন, ৬ বছরের কম বয়সী শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ ও কাগজপত্র সত্যায়িত, পূর্বে আবেদন করা পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট প্রদান, এনভিআরের আবেদন গ্রহণ এবং ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের আবেদন গ্রহণ করা হবে।
হাতে লেখা পাসপোর্ট থেকে মেশিন রিডেবল পাসপোর্টের আবেদনের জন্য সিরিয়াল নিতে হবে। ১৯ তারিখ সোমবার সকাল ১০টা থেকে বার্সেলোনার বাংলাদেশি কনস্যুলেট অফিসে পাসপোর্ট বা জন্ম সনদের ফটোকপি জমা দিয়ে সিরিয়াল নিতে হবে। পুরনো ডিজিটাল পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে নবায়ন ও শিশুদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে সিরিয়ালের দরকার হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমআরএম/এমএস