তফসিল ঘোষণায় স্বাগত জানিয়েছে ইইউ আ.লীগ নেতারা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৯ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপ আওয়ামী লীগের নেতারা। সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হয়। সংবিধানের এই ধারাকে অক্ষুন্ন রেখে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থাকে সংহত করার জন্য যথা সময়ে নির্বাচন অপরিহার্য।

আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে ২৩ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নেতারা আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের তাদের আত্মীয়-স্বজনদের নৌকায় ভোট দানে উৎসাহিত করার জন্য অনুরোধ করেছেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, সহ-সভাপতি এম নজরুল ইসলাম, এম লোকমান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এ ছাড়া অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন সাধারণ সম্পাদক রিজভী আলম পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।

সাধারণ সম্পাদক শওকত ওসমান নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক মুরাদ খান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক শ্যামল খান, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান গ্রীস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধা সাধারণ সম্পাদক মিজানুর রহমান আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার সাধারণ সম্পদক বেলাল হোসেনসহ অন্যান্য নেতারা তফসিল ঘোষণায় স্বাগত জানিয়েছে।

কবির আল মাহমুদ, স্পেন থেকে/এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]