কুয়েতে অগ্নিদগ্ধ বাংলাদেশির মৃত্যু

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০১ নভেম্বর ২০১৮

কুয়েতের জেলিব আল সুয়েখ বাঙালি অধ্যুষিত হাসাবিয়া শাহজালাল বাকালার গোডাউনে অগ্নিদগ্ধ চার বাংলাদেশির মধ্যে আনছার আলী নামে এক বাংলাদেশি মারা গেছেন। নিহতের দেশের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহরের বন্দর থানার ইছাইন্নার হাটে।

সোমবার ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। মঙ্গলবার দুপুরে দেশটির সাবা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসা শেষে অপর ৩ বাংলাদেশি বাসায় ফিরেছেন।

দগ্ধরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের ধুম ইউনিয়নের সুজাউল হক, জসিম উদ্দিন, নোয়াখালী শেনবাগের ইমাম হোসেন। নিহত আনছার আলীর ছোট ভাই জালাল বলেন, একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন আনছার আলী। আমার মাথার ওপর ছাতা হিসেবে ছিলেন তিনি। ১৩ বছর আমার প্রবাস জীবনে এতটুকুও কষ্ট করতে দেয়নি।

আমার রান্নাসহ কাপড় চোপড়ও ভাইয়া আয়রন করে দিত বলে কান্নায় ভেঙে পড়েন। কৃতজ্ঞতা জানাই মীরসরাই সমিতিকে অগ্নিদগ্ধ অসহায় প্রবাসীদের বিপদে পাশে থেকে সহযোগিতা করার জন্য। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ আগামী সপ্তাহে দেশে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]