অসুস্থ হাসেমকে সহযোগিতার আশ্বাস ফেনী প্রবাসীদের

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০১ নভেম্বর ২০১৮

দীর্ঘদিন স্ট্রোক করে বিছানায় পড়ে থাকা ফেনীর সৌদিপ্রবাসী আবুল হাসেমকে দেখতে যান সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদস্থ প্রবাসী বিএনপির নেতারা। এ সময় নেতারা আবুল হাসেমের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

তিনি এক মাস আগে স্ট্রোক করেন। পরে সহকর্মীরা তাকে রিয়াদে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে ডাক্তাররা কিছুদিন পর তার হার্টে রিং পড়ান। অসুস্থ আবুল হাসেম দেশটিতে বোরকা বানাতেন।

Riad2

প্রবাসী ফেনী বিএনপির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, উপদেষ্টা ইয়াছিন আলম ভূইয়া, রিয়াদস্থ প্রবাসী ফেনী যুবদলের সভাপতি আবদুল হালিম, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মালেক মানিক, সাবেক আহ্বায়ক জাকির হোসেন ভুইয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদল, সহ-সভাপতি মোহাম্মাদ মিল্লাত ও মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে রোগীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আবুল হাসেম।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]