কুয়েতে অগ্নিদগ্ধদের পাশে মীরসরাই সমিতি

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৮

কুয়েতের জেলিব আল সুয়েখ বাঙালি অধ্যুষিত হাসাবিয়া শাহজালাল বাকালার গোডাউনে দগ্ধ চার বাংলাদেশির পাশে দাাঁড়িয়েছে কুয়েতের মীরসরাই সমিতি।

মঙ্গলবার সন্ধ্যায় মীরসরাই সমিতির সহ সভাপতি ও দূতাবাস কর্মকর্তা আনোয়ার শাহাদত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অগ্নিদগ্ধদের দেখতে যান সমিতির নেতারা।

এ সময় চিকিৎসকরা জানান, চট্টগ্রামের পতেঙ্গার আনছার আলীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। তবে অপর তিনজন আশঙ্কামুক্ত।

তারা হলেন, মীরসরাইয়ের ধুম ইউনিয়নের সুজাউল হক, জসিম উদ্দিন এবং নোয়াখালী শেনবাগের ইমাম হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি রহিম উদ্দিন ভুঁইয়া, নাজিম উদ্দিন, জামাল উদ্দিন, রেজাউল কমির রেজা, যুগ্ম সম্পাদক সাইফু উদ্দিন, রাসেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, মোহাম্মদ রাসেল, সাহাবউদ্দিন, শায়েস্তাখান ও দূতাবাস কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

এএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]