ব্রিস্টলে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট সেবা রোববার শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

যুক্তরাজ্যের ব্রিস্টল ও আশেপাশে বসবাসরত বাংলাদেশি ও ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্ট সুবিধা প্রদানের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে রোববার (২৮ অক্টোবার) থেকে ‘পাসপোর্ট সার্জারি’ নামের এই সেবা দেয়া হবে।

যুক্তরাজ্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট ব্রিস্টলে বাংলাদেশ সেন্টারে এই সেবা দেয়া হবে। দূতাবাসের সব সেবা সহজভাবে গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোর্শেদ আহমদ মতচ্ছির জানান, এই ‘সার্জারি’ কর্মসূচিতে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, এমআরপি আবেদন, পাওয়ার অব অ্যাটর্নি বা আম মোক্তারনামা, নো-ভিসা ও জন্ম সনদসহ অন্যান্য সেবা দেয়া হবে।

তিনি আরও জানান, স্থানীয় সময় রোববার বেলা ১১টা থেকে এই সেবা শুরু হবে। সব সেবার ফি শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেয়া যাবে।

আরএম/এমএমজেড/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]