মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৬৩ বাংলাদেশিকে ফেরত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৪ অক্টোবর ২০১৮

মালয়েশিয়া বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে ৬৩ বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৫:৫০ মিনিটে ইউএস বাংলা বিএস-৩১৬ বিমানযোগে তাদের ফেরত পাঠানো হয়। গত ১১ অক্টোবর রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারাসীজ ওভারসীজের মাধ্যমে তারা মালয়েশিয়া উদ্দেশে রওয়ানা করেন।

মালয়েশিয়া থেকে ফিরে আসা কর্মীদের ব্যাপারে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি কাগজ ইস্যু করা হয়েছে। তবে কেন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হল, তার সঠিক কোন কারণ জানা যায়নি।

malaysia

ফেরত ৬৩ জন বাংলাদেশি কর্মী ক্যাথারাসীজ ওভারসীজের মাধ্যমে মালয়েশিয়ার একটি হ্যান্ডগ্লোব কোম্পানিতে যাওয়ার কথা ছিল। তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে জনশক্তি ব্যুরো থেকে ছাড়পত্র নিয়েছিলেন ।

এসএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]