গ্রেনেড হামলা মামলার রায়ে মালয়েশিয়া প্রবাসীদের পথসভা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১০ অক্টোবর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে পথসভা করেছে মালয়েশিয়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। মামলার রায় ঘোষণার পর দেশটিতে আড়াইটার দিকে বাংলাদেশ হাইকমিশনের সামনে সভা করেছে নেতা-কর্মীরা।

সভায় মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘যে রায় দেয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এরপর বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা মিথ্যা নাটক সাজায়। আমরা ছাত্রসমাজ এ রায়ে সন্তুষ্ট না।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। কারণ তারেক রহমানই ছিল গ্রেনেড হামলার মূল নায়ক।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলার রায়ের বিষয়ে তাৎক্ষণিক হাইকমিশনের সামনে পথ সভায় বক্তারা এ সব কথা বলেন।

এ সময় উপস্থি ছিলেন- যুবলীগের অন্যতম সদস্য মো. মনির দেওয়ান, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, মো. রসি, আল অমিন শিকদার, রতন, ছাত্রলীগ নেতা রায়হান প্রমুখ।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]