কাতারে জাতীয় উন্নয়ন মেলা
কাতারে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা আয়োজন করে এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ, দোহা। মেলায় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের অবদান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বড় ব্যানার, ফেস্টুন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
এছাড়া বাংলাদেশ-কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে একটি চিত্র-স্টল সাজানো হয় এবং বাংলাদেশের উন্নয়ন সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের এক হাজারের অধিক ছাত্রছাত্রীর মধ্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন এবং বাংলাদেশের উন্নয়নে ছাত্রছাত্রীর অবদান বিষয়ে রচনা ও অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাউন্সিলর কাজী মো. জাবেদ ইকবাল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৪ ছাত্রছাত্রীকে দূতাবাসের পক্ষে পুরস্কার প্রদান করেন।
এমআরএম/জেআইএম