মালয়েশিয়ায় সাংবাদিকদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ১০:৩১ এএম, ০৫ অক্টোবর ২০১৮

শনিবার (৬ অক্টোবর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ উন্নয়ন মেলা। বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই মেলা সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম।

বর্তমান সরকারের আমলে উন্নয়নের চিত্র তুলে ধরতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মো. সায়েদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে এবং সাংস্কৃতিক বিনোদনকে প্রবাসের মাটিতে সচেতনতা বৃদ্ধিতে ইতোমধ্যে নতুন সাজে সাজানো হয়েছে হাইকমিশন।

মতবিনিময়কালে জানানো হয় শনিবার সকাল ১০টায় হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম মেলার উদ্বোধন করবেন।

এমএমজেড/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]