উন্নয়ন মেলা সফল করতে মালয়েশিয়ায় ব্যাপক প্রস্তুতি

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৪ অক্টোবর ২০১৮

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশে শুরু হয়েছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। দেশে ছাড়াও উন্নয়নের কথা তুলে ধরতে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে এ মেলার আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে এ মেলার আয়োজন করা হয়েছে।

জাতীয় ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮ হলেও মালয়েশিয়ায় প্রথমবারের মতো উন্নয়ন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় হাইকমিশন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করবেন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম। মালয়েশিয়ায় উন্নয়ন মেলা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রবাসীদের সম্পৃক্ত করে চলছে এ মেলার প্রচার প্রচারণা।

দূতাবাস সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে দেশের প্রান্তিক জনগণসহ প্রবাসীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় থাকছে- দেশের উন্নয়ন সম্পর্কিত তথ্য, বিনিয়োগ ও বাণিজ্য, মেলা থেকে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা প্রেরণ, ভিসা সেবা প্রদান, বাংলাদেশ বিমানের স্টল থেকে কম মূল্যে টিকেট ক্রয় ইত্যাদি সুবিধা। এ ছাড়া থাকবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ ও ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ, শ্লোগানকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরতে দেশে বিদেশে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

আরএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]