মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আগুন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে পরিচিত কোতারায়ার একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ পড়তে সবাই যখন মসজিদে তখনই আগুনের সূত্রপাত হয়। নামাজ পড়ে আগুন লাগার কথা জানতে পারি। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।

কোতারায়া ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল জানান, এখানে বেশির ভাগ দোকানে কম্বল বিক্রি হয়। এ কারণে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে নামাজের কারণে সবাই বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কোতারায়ায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বাংলাদেশিদের। তবে যে ভবনে আগুন লেগেছে, সেটির মালিক মালেক নামের একজন মালয়েশিয়ান।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]