কাতালোনিয়ার জাতীয় দিবসে কণ্ঠ মিলিয়েছে বাংলাদেশিরাও

মিরন নাজমুল
মিরন নাজমুল মিরন নাজমুল , স্পেন প্রতিনিধি স্পেন
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

কাতালানদের সর্ববৃহৎ উৎসব জাতীয় দিবস ‘লা দিয়াদা’ অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে ১১ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিরা দলে দলে জোগদান করে কণ্ঠ মিলিয়েছে। কাতালান স্বাধীনতাকামী বামপন্থী দল এসকেররা রিপাবলিকানা দ্যা কাতালোনিয়া ‘ইআরসি’ দলের সদস্য হিসেবে তারা এই জাতীয় দিবস পালন করে।

দলের সদস্য ও বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের সমন্বয়ে বাংলাদেশিদের মধ্যে অংশগ্রহণ করেন আলাউদ্দিন হক নেসা, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম, আব্দুল কালাম, মোহাম্মদ সোহেল প্রমুখ।

তারা ইআরসি দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল, দিনের শুরুতে স্পেনের গৃহযুদ্ধের সময় বার্সেলোনা শহরকে রক্ষায় শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে বার্সেলোনা শহরের দিয়াগোনাল অ্যাভিনিউতে সমাবেশে অংশগ্রহণ।

দেশটির জাতীয় দিবসের এই সমাবেশে কাতালোনিয়ার জাতীয়তায় বিশ্বাসী প্রায় ৪ লাখ চল্লিশ হাজার লোকের সমাগম হয়েছে। সবার মতো বাংলাদেশিরাও কাতালান পতাকা, ফেস্টুন ও ব্যানার হাতে সমাবেশে অংশগ্রহণ করেন।

sprn

প্রতি বছরের এই সমাবেশকে কাতালোনিয়ার স্বাধীনতাবাদের নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তাই এবারের জাতীয় দিবসেও স্বাধীনতার দাবিসহ স্বাধীনতার প্রশ্নে গত বছরে স্পেন সরকার কর্তৃক আটককৃত ১৩ জন কাতালান নেতার মুক্তির জোরালো দাবি ওঠে।

গত বছরে স্বাধীনতার প্রশ্নে কাতালান সরকারের করা গণভোট, যা স্পেন সরকার অবৈধ ঘোষণা করেন এবং নির্বাচনকালীন সহিংসতার জের হিসেবে এসব নেতাদের দেশদ্রোহী হিসেবে আটক করা হয়। উল্লেখ্য, এই নেতাদের অনেককে ইতোমধ্যে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত।

বাংলাদেশিদের অংশগ্রহণ করা বাম দল ইআরসি এর প্রধান ওরিঅল জুনকেরাসও এই আটক নেতাদের একজন। তাই এই নেতার মুক্তির দাবিতে সমাবেশে কণ্ঠ মিলিয়েছে জাতীয় দিবসে অংশ নেয়া বাংলাদেশিরাও।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]