নতুন বই পেয়ে ওমানে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের উল্লাস

বাইজিদ আল-হাসান
বাইজিদ আল-হাসান বাইজিদ আল-হাসান , ওমান প্রতিনিধি ওমান
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

নতুন বই হাতে পেয়ে ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। যথা সময়ে ছাত্রছাত্রীদের হাতে বই দিতে পেরে খুশি শিক্ষক-শিক্ষিকারাও।

টানা দুইমাস স্কুল ছুটির পর বুধবার সকালে খালি হাতে স্কুলে এসে নতুন বই পেয়ে মহা আনন্দে বাড়ি ফিরেছে বাংলাদেশ স্কুল মাস্কাটের শিক্ষার্থীরা। সকাল থেকেই স্কুলে বই বিতরণ শুরু হয়েছে। নতুন শিক্ষা বছরের ভর্তি ও নতুন বই নিতে ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকদের ভিড় ছিলো ছোখে পড়ার মতো।

দেশটিতে বাংলাদেশ কমিউনিটির একমাত্র স্কুল এটি। এডেক্সেল সিলেবাসে স্কুলটি পরিচালিত হচ্ছে। ওমানে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের স্বপ্নের প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মাস্কাট। স্কুলটিতে প্রায় ১৭০০ ছাত্রছাত্রী পড়ালেখা করছে, বাংলাদেশি ছাত্রছাত্রী ছাড়াও পাকিস্তান, ইন্ডিয়ান, লেবানন ও ওমানের ছাত্রছাত্রীরাও পড়ালেখা করছে।

বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালক মেজর নাসির অবঃ বলেন, বিগত দিনের ভালো দিকগুলোকে সামনে নিয়ে এবং ভুল ভ্রান্তি শুধরে নিয়ে এই বছর আরও ভালো ফলাফল নিয়ে আসবে সেই প্রত্যাশা করেন। স্কুলটির পরিচালক মেজর নাসির অবঃ ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিসেস নাসরীন সুলতানা বলে জানা গেছে।

এমআরএম/এসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]