মালয়েশিয়ায় জিম্মি হওয়া বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ৫

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

মালয়েশিয়ায় জিম্মির শিকার শাহিদ (২৪) নামে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। কুয়ালালামপুরের উপকণ্ঠ পেতালিং জায়ার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ বাবদ দেয়া কয়েক হাজার রিঙ্গিতসহ চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা শাহিদকে (২৪) পাওনা ৬ লাখ টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে বাসায় নিয়ে ২ দিন চোখ বেঁধে আটকে রাখে। একই সঙ্গে শাহিদের বাড়িতে নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ বাবদ ১০ হাজার রিঙ্গিত দাবি করা হয়।

চক্রের দাবি অনুযায়ী বাংলাদেশ থেকে শাহিদের পরিবার দাবির অর্ধেক টাকা পরিশোধ করে। আরও টাকার জন্য কুয়ালালামপুরে এক বাংলাদেশি প্রবাসীকে (শাহিদের পরিচিত ভাই) জানানো হয়। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানালে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

আরএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]