টরন্টোতে বিশ্ব সিলেট সম্মেলন সেপ্টেম্বরে

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০১৮

টরন্টোতে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হবে ১ ও ২ সেপ্টেম্বর। ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহায়তায় টরন্টোর জালালাবাদ অ্যাসোসিয়েশন এই সম্মেলনের আয়োজন করছে।

টরেন্টোর স্কারবরো এলাকায় গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারের এই সম্মেলন উৎসর্গ করা হয়েছে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর স্মৃতিতে।

এ সম্মেলনে প্রধান অতিথি অর্থমন্ত্রী এ এম এ মুহিত। বিশিষ্টজনদের মধ্যে আরও থাকবেন ড. কাজী খলিকুজ্জমান আহমেদ, ড. এ কে এ মোমেন, রাশেদা কে চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ। যুক্তরাষ্ট্র থেকেও জালালাবাদ অঞ্চলের নেতারা সম্মেলনে যাবেন।

উল্লেখ্য, গত বছর এই সম্মেলন হয় নিউইয়র্কে। সেখানেও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং জালালাবাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]