আমিরাতে নবজাগরণ সংগঠনের ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৫ আগস্ট ২০১৮

রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনটির আল আইন ও রাস আল খাইমা উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। ২১ ও ২২ আগস্ট আলাউদ্দিন রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাস আল খাইমার মাওলানা রাশেদ নূর গহিরা ও আল আইনের মাওলানা মুহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার সভাপতি মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী রুবেল ।

আমিরাত প্রবাসী শাখার সদস্য মাওলানা সিরাজের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অারব নগর অানোয়ারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তুল ওলামা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (চট্টগ্রাম) মহাসচিব কে এম অালমগীর মাসউদ অারবনগরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ বন্ধু ফোরাম ও দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতি সভাপতি এম এ খায়ের নিজামী, বাংলাদেশ বন্ধু ফোরাম-সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক ও ৭১ বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমদাদুল হক নোমানী, বাংলাদেশ বন্ধু ফোরামের সহ-সভাপতি সাইফুল ইসলাম (ইয়াহইয়া)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিরাত প্রবাসী শাখার সভাপতি মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ জাকের, আল আইন শাখার আহ্বায়ক মাওলানা হোসাইন, সদস্য মুহাম্মদ ইয়াছিন নওশাদ ও হাফেজ নিজাম উদ্দিন, মহাসচিব মাওলানা মঈনুদ্দীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি নুরুল আজিম, যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য হাফেজ মাওলানা আলাউদ্দিন, মো. পাভেল রহমান, আব্দুল মান্নান, মো. মনির, মো. নাছির, মতিউর রহমান, মো. আফরান, মো. তামিম, মো. ফাহাদ, মো. শাহাবুদ্দিন, মো. রাশেদ প্রমুখ।

বাংলাদেশ বন্ধু ফোরামের নেতারা অনুষ্ঠানের বিশেষ সহযোগী ছিলেন।

এসআর/এএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]