ভিক্ষা করলে এক লাখ টাকা জরিমানা
সংযুক্ত আরব আমিরাতে ঈদের নামাজে অথবা মসজিদ প্রাঙ্গণে ভিক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ করে আইন পাস করা হয়েছে। ভিক্ষা করা অবস্থায় কেউ ধরা পড়লে ৫ হাজার দিরহাম (১ লাখ ১৪ হাজার ৫শ টাকা) জরিমানা এবং তিন মাসের জেল হবে বলে আইনে বলা হয়েছে।
আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিল (এফএনসি) থেকে সম্প্রতি ভিক্ষুকবিরোধী ফেডারেল আইন ৪ নম্বরে এ ঘোষণা দেয়া হয়।
এছাড়া মসজিদের কর্মীরা নিজেদের বা অন্য কোনো সংস্থার জন্য দান সংগ্রহ করতে পারবে না। আইন বলা হয়েছে, শুধুমাত্র ঈদ উপলক্ষেই নয় দেশটিতে বছরের কোনো অবস্থাতেই ভিক্ষা করা যাবে না।
এমআরএম/জেআইএম