আমিরাতে ঈদ উপলক্ষে ১৬১৩ বন্দির মুক্তি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৯ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে নানা মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে ১ হাজার ৬১৩ জনকে মুক্তি দেয়া হয়েছে।

এদের মধ্যে আবুধাবি প্রদেশে ৭০৪ জন, দুবাইয়ে ৫৪৭ জন, আজমানে ৯০জন, রাস আল-খাইমাতে ২৭২ জন রয়েছে। এছাড়াও দেশটির বিভিন্ন বিভাগ থেকে আরও কিছুসংখ্যক কয়েদি মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

ওই প্রদেশগুলোর শাসকরা এসব কয়েদিকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্ত কয়েদিরা সুনাগরিক হিসেবে পরিবার ও সমাজে ফিরে যাবেন, এজন্য তাদের মুক্তি দেয়া হচ্ছে।

প্রতিবছর ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা এ রকম বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্তদের মুক্তি ও আর্থিক সাজা ক্ষমার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমজেড/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com