প্যারিসে প্রবাসী বিনিয়োগ মহা-সম্মেলন এপ্রিলে

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ এএম, ১৫ আগস্ট ২০১৮

চলতি বছরের অক্টোবরের পরিবর্তে আগামী বছরের এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিত হবে প্রবাসী বিনিয়োগ মহা-সম্মেলন ‘১ম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’। বহুল আলোচিত এই সম্মেলনের আয়োজক ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার। সম্প্রতি সংগঠনের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ প্যারিসে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও জানান, বিশ্বের ৬টি মহাদেশে বিভিন্ন পেশায় কর্মরত মেধাবী বাংলাদেশি, উচ্চ পদস্থ প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সময়সূচির সঙ্গে সমন্বয় করার পাশাপাশি আরও ব্যাপক প্রস্তুতির বৃহত্তর স্বার্থে প্যারিসের এই মেগা-ইভেন্ট অক্টোবরের পরিবর্তে আগামী এপ্রিলে আয়োজন করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের (সিইএফবি) ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম এবং ট্রেজারার শরিফ আল মোমিন। স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের মধ্যে সুব্রত শুভ, কামাল মিয়া ও এমদাদুল হক স্বপন এ সময় উপস্থিত ছিলেন।

প্যারিস সামিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্ত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ থেকে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সম্পাদকবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা অংশ নেবেন।

এমএমজেড/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]