রিয়াদে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১২ আগস্ট ২০১৮

সৌদির রিয়াদে বিদ্যুস্পৃষ্টে সৌরভ নামে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার রিয়াদের পুরাতন সানাইয়া এলাকায় একটি লোহা কারখানায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

পরে স্থানীয়রা নূর মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, এক বছর আগে সংসারের অভাব মোচনে সৌদির রিয়াদে এসেছিলেন সৌরভ। তার মরদেহ রিয়াদের সিমুচি হাসপাতালের হিমাগরে রাখা হয়েছে।

জানা গেছে, সৌরভের দেশের বাড়ি মাদারীপুর সদর থানার পাচখোলা ইউনিয়নে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]