মালয়েশিয়ায় ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশির জেল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় ঘুষ দেয়ার অপরাধে মো. ইমরান আবদুল্লাহ (৪৮) নামে এক বাংলাদেশি প্রবাসীকে এক মাসের জেল ও ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন দেশটির আদালত।

বুধবার (৯ আগস্ট) কুয়ালালামপুরের এক আদালতের বিচারক মাদিনাহ হারুল্লা এই আদেশ দেন।

জানা গেছে, লাইসেন্স বহির্ভূত রান্নার তেল বিক্রি এবং আটা ও গ্যাস বিক্রির অনুমতি না থাকলেও দীর্ঘদিন ধরে তা বিক্রি করার অভিযোগে গত ৪ আগস্ট দেশটির মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী সংস্থা (কেপিডিএনএইচইপ) কুয়ালালামপুরের সেরেমবানের রাসা বাজারে অবস্থিত ইমরান আবদুল্লাহর মুদি দোকানে অভিযান চালায়। এসময় তিনি অভিযান পরিচালনাকারীদের প্রায় ৭০ হাজার টাকা ঘুষ দেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

পরে পুলিশ ইমরান আবদুল্লাহকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক নুর হায়য়াতি মোহাম্মদ সাইনির আদালত তার রিমান্ড মঞ্জুর করে।

ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ আগস্ট কুয়ালালামপুরের আদালত তার এক মাসের কারাদণ্ড এবং ৩ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এমবিআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]