কানেকটিকাটে মহিলা সমিতির জমকালো বনভোজন

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৪ জুলাই ২০১৮

প্রতিবছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ব্রুক হ্যাভেন কমপ্লেক্স মাঠে স্থানীয় বাংলাদেশি মহিলা সমিতির উদ্যোগে গত শনিবার এ বনভোজন অনুষ্ঠিত হয়।

new-york

অনুষ্ঠানে শিশু-কিশোর ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা ও হরেক রকমের মজাদার ও মুখরোচক খাবারের আয়োজন করা হয়।

new-york

আয়োজকরা জানান, মধ্যাহ্নভোজের জন্য সমিতির সদস্যরা নিজ নিজ বাসা থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে নিয়ে আসেন। এসব খাবারের মধ্যে ছিল হরেক রকমের তরকারী, পোলাও ও সাদাভাত।

new-york

দিনভর এই অনুষ্ঠানে চলে বাঙালি নারী-পুরুষদের গল্প আর আড্ডা। শিশু-কিশোররাও মেতে উঠেন বিভিন্ন ধরনের খেলাধুলায়। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন বনভোজনে আগত অতিথিরা। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

এমএমজেড/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]