রোমে সানপাওলো সামাজিক সংগঠনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০২ জুলাই ২০১৮

ইতালি প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত সানপাওলো সামাজিক সংগঠনের অভিষেক ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা সানপাওলোর ডন জাকোমো আলবেরোনে পার্কে আয়োজিত হয়।

তিন পর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সভাপতি কাজী মোস্তাক আহাম্মেদ ও সাধারণ সম্পাদক ইমাম হাসান লিখনসহ অন্যান্য নেতারা প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরা, দ্বিতীয় পর্বে সংগঠন পরিচিতি ও তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক দুই সভাপতি জি এম কিবরিয়া ও নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রোমের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

পরিচিতি পর্বে অভিষিক্ত নেতাদের পরিচয় করিয়ে দেন সভাপতি কাজী মোস্তাক আহাম্মেদ ও সাধারণ সম্পাদক ইমাম হাসান লিখন, মহিলাবিষয়ক সম্পাদক ঝর্না আক্তার পান্না, কোষাধক্ষ এরশাদ মিয়া ফরিদসহ কোষাধক্ষ মতিউর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সালাম শাহিন, সহ-প্রচার সম্পাদক মো. শিখন।

Italy

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক মিয়া শাহিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক তুহিন মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক মো. জুনায়েদ আব্দুর, সমাজকল্যাণ সম্পাদক জনি খান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আকব আলি, ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিক, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. জামাল, দফতর সম্পাদক রকিব হাসান জিলানী, সহ-দপ্তর সম্পাদক আমজাদ সরকার, ইমিগ্রেশন সম্পাদক আশিকুর রহমান, ইমিগ্রেশন সম্পাদক রোমান খন্দকার, কার্যকরী সদস্য জাকির আহমেদ ভূঁইয়া, সাইফুল আলম স্বপন, মো. সোহাগ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা হাজী জালাল উদ্দিন আহমেদ মন্টু, উপদেষ্টা কাজী মনসুর আহমেদ শিপু, সিদ্দিক সরকার, হাওলাদার মানিক, সাহবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সায়েরা হোসেন রানী, সারোয়ার হোসেন রনি, মকবুল হোসেন ও আমিনুল ইসলাম।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]