কুয়েতে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের শুভেচ্ছা বিনিময়

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৬ জুন ২০১৮

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উযদাপিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় একযোগে ঈদের জামায়াত আরম্ভ হয়।

ঈদ জামায়াত শেষে সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাস কুয়েত রাষ্ট্রদূত এসএস আবুল কালাম তার বাসভবন কর্তুবায় বাংলাদেশ হাউসে কুয়েত প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বিএমসি কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তা, দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সবাই প্রীতিভোজে অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত এসএম আবুল কালাম আগত অতিথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় আইন মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ করেন।

জেএইচ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]