দেশ-বিদেশ ঘুরতে চান আনোয়ার ইব্রাহিম

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি কুয়ালালামপুর
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৯ জুন ২০১৮

আপাতত সরকারে অংশগ্রহণ নয়, দেশ-বিদেশ ঘুরতে চান মালয়েশিয়ার কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও পিকেআর পার্টির নেতা আনোয়ার ইব্রাহিম।

বুধবার দেশটির পেটালিং জায়াতে পিকেআর পার্টির নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ‘ব্যাকবেঞ্চার’ অবস্থানেই বেশি আরামবোধ করছেন উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি এখন মুক্ত। আমি প্রথমে দেশ-বিদেশ ঘুরতে চাই। কেননা দেশে এবং বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, আমার নিয়মিত এমপি হওয়ার কোনো অভিলাষ নেই। এর আগে, আমি বেশ কয়েকটি মন্ত্রী পদে ছিলাম। বিরোধীদলীয় নেতারও দায়িত্ব পালন করেছি, তাই এখন আমি ‘ব্যাকবেঞ্চার’ হতে চাই।’

এদিকে আনোয়ার ইব্রাহিমকে উপ-নির্বাচনের মাধ্যমে বিজয়ী করতে বেশ কয়েক জন দলীয় এমপি তাদের সংসদীয় আসন ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন। পিকেআর পার্টির সভাপতি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এ কথা জানিয়েছেন।

শুক্রবার জাতীয় জনসংখ্যা ও পরিবার উন্নয়ন বোর্ডে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিমকে পার্লামেন্টে ফিরিয়ে আনতে তাদের কোনো তাড়া নেই জানিয়ে আজিজাহ আরও বলেন, ‘এই মুহূর্তে, কোনো সিদ্ধান্ত হয়নি। যাই হোক, এটা কোনো সমস্যা নয়, আগে তাকে নিজের অন্য কাজগুলো করতে দিন।’

এদিকে, উপ-নির্বাচনের জন্য আজিজা তার আসন ছেড়ে দেওয়ার জন্য রাজী আছেন বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

কিন্তু তিনি এতে সম্মতি দেননি এবং এ নিয়ে তিনি খুব তাড়াহুড়ো করতে চান না।

একই সঙ্গে তিনি এও বলেছেন, উপ-প্রধানমন্ত্রীর পদে থাকা ওয়ান আজিজাহকে সরিয়ে দেয়া বাস্তবসম্মত হবে না, কেননা তিনি সদ্যই পদটিতে অধিষ্ঠিত হয়েছেন। অন্য আরেকটি বিষয়ে ড. ওয়ান আজিজ বলেন, গৃহকর্তীদের জন্য কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) স্কিম প্রবর্তনের জন্য সরকার এখনো তার নির্বাচনী ওয়াদা পূরণের উপায় খুঁজছে।

তিনি বলেন, আইন অনুযায়ী স্বামীদের কর্মচারী প্রভিডেন্ট ফান্ড স্ত্রীদের কাছে স্থানান্তর করা যাবে না।

তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে আইনের ধারা ৫১ অনুযায়ী, আপনি স্বামী দ্বারা প্রদত্ত ইপিএফ স্পর্শ করতে পারবেন না। স্বামী তার স্ত্রীর জন্য ইপিএফ অবদানের ১১ শতাংশের মধ্যে ২ শতাংশ নিতে পারেন না।‘

এমএমজেড/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]