জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ফখরুল ইসলাম
ফখরুল ইসলাম ফখরুল ইসলাম , জাপান প্রতিনিধি জাপান
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৬ মে ২০১৮

জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম। তিনি বুধবার বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে অনুষ্ঠিত সেমিনারে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

ওসাকা শহরের প্রায় শতাধিক ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ দূতাবাস, জাপানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর হাসান আরিফ। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কাজি আমিনুল ইসলাম।

Japan2

তিনি বলেন, বিভিন্ন খাতে ও সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। বাংলাদেশ জাপানের ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ বিনিয়োগের আদর্শ গন্তব্য হতে পারে বলে তিনি মন্তব্য করেন এবং আগ্রহী বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। সেমিনার শেষে তিনি ব্যবসায়ীদের নানাবিধ প্রশ্নের জবাবও দেন।

বাংলাদেশের উন্নয়ন বিষয়ক তথ্য-চিত্র প্রদর্শনের পর বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ, এনারজিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (ঢাকা) প্রতিনিধি তাইকি কোগা।

Japan2

এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে এমন তিনটি জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনায় তাদের অভিজ্ঞতা ও সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। মারুহিসা কোম্পানির প্রেসিডেন্ট মাসাহিরো হিরাইশি বলেন, বাংলাদেশে তাদের স্বয়ংসম্পূর্ণ গার্মেন্ট ফ্যাক্টরি আছে যেখানে প্রায় ২ হাজার ৭০০ কর্মী কাজ করছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে সন্তুষ্ট।

রোতো কোম্পানির প্রতিনিধি কেন আরাই বলেন, বাংলাদেশের জিডিপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো তবে তারা অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসার স্থিতিশীল পরিবেশ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Japan2

সোজিয গ্রুপের পক্ষে ইয়োশিনোরি সাকাতা বলেন, বাংলাদেশের মানুষ খুবই অতিথি পরায়ণ এবং পরোপকারী। তিনি বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনা, মেরিন ইনস্যুরেন্স এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

তাইকি কোগা তার উপস্থাপনায় বাংলাদেশে ব্যবসা স্থাপনে করণীয় সম্পর্কে ওসাকার ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য প্রদান করেন এবং কর কমানো, বিদ্যুৎ-গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ, হাইওয়ে রাস্তার উন্নয়ন ইত্যাদি বিষয়ে বাংলাদেশ সরকারের আরও উদ্যোগ কামনা করেন।

Japan2

সেমিনার শেষে প্রশ্ন-উত্তর ও নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করেন দু’দেশের ব্যবসায়ী ও প্রতিনিধিরা। আগামী ১৭ মে ২০১৮ জাপানের রাজধানী টোকিওতে অনুরূপ আরও একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]