কুয়েত দূতাবাসে চলছে বৈশাখী মেলার প্রস্তুতি

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

আবহমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও ১৪২৫ বাংলা বর্ষকে বরণ করতে কুয়েতের আব্বাসিয়া ট্যুরিস্টিক পার্কে চলছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় ৪মে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

এছাড়া মেলা উপলক্ষে কুয়েত কমিউনিটির মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। থেমে নেই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সাংস্কৃতিক প্রেমীদের গান, কবিতা, নৃত্যের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। কয়েক বছর ধরে কুয়েতে বৃহৎ ও সার্বজনীন এ উৎসব উদযাপিত হয়ে আসছে।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]