স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফ জওয়ানদের মিষ্টিমুখ

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৮ মার্চ ২০১৮

সম্প্রীতি বজায় রাখতে দুই দেশের জওয়ানরা মিষ্টিমুখ করেছে। সোমবার দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিদের মিষ্টিমুখ করান ভারতের বিএসএফ জওয়ানরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দিনাজপুর সেক্টরের আবু নাসির ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৯৯ নম্বর ব্যাটালিয়নের হিলি বিওপি কোম্পানির কমান্ডাররা। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর শুভেচ্ছা বিনিময় দেখার জন্য চেকপোস্টে ভিড় করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি জওয়ানদের মিষ্টিমুখ করায় বিএসএফ জওয়ানরা। এছাড়া ফুলের তোড়া দিয়ে সংবর্ধনাও জানানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান বলেন, ‘দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com