ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি তরুণী নিখোঁজ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৬ মার্চ ২০১৮

ভারতে চিকিৎসা করাতে গিয়ে বৃষ্টি সিকদার (১৮) নামে এক বাংলাদেশি তরুণী নিখোঁজ হয়েছেন। ১৮ ফেব্রুয়ারি ভারতের নদিয়া জেলার ধানতলা থানার দত্তপুলিয়ায় এ ঘটনা ঘটে। বৃষ্টি মাগুরার বেরুইল গ্রামের পিন্টু সিকদারের মেয়ে।

পরিবারের অভিযোগ, পাচারের উদ্দেশ্যে বৃষ্টি সিকদারকে তুলে নিয়ে গেছে নারী পাচারকারীরা। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সন্ধান করে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

জানা গেছে, বৃষ্টি সিকদার গত ১৮ ফেব্রুয়ারি স্নায়ু রোগের চিকিৎসার জন্য বাবা পিন্টু সিকদারের সঙ্গে ভারতে যান। ভারতে এসে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায় পিসির বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন। ১৮ বছরের ওই তরুণী গত ২ মার্চ বিকেলে বাড়ির সামনে থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হন।

বাবা পিন্টু সিকদার মেয়েকে খুঁজে না পেয়ে মেয়ের সন্ধান জানতে ফের বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে থাকাকালীন পিন্টু সিকদারের এক আত্মীয়ের নম্বরে ভারতের একটি নম্বর থেকে বৃষ্টি নামে একজন ফোন করে। পরে ওই নম্বরে ফোন করলে সুইচ অব পাওয়া যায়।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান ভারতের ধানতলা থানা পুলিশ।

মনিকা সাহা/এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]