‘৭ মার্চের গুরুত্ব অনেক বেশি’

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৮ মার্চ ২০১৮

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে ভাষা দিবসের কর্মসূচি আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। ৭ মার্চের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।

৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা পড়ে শোনান। প্রধান অতিথি কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ভাষণের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন।

পরে ৭ মার্চের ওপর কবিতা আবৃত্তি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতারা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, মিডিয়াকর্মী ও সমাজকর্মীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সর্বস্তরের বাঙালিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]