শহীদ দিবস উপলক্ষে রিয়াদে ফ্রি মেডিকেল সেবা

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশিদের পরিচালনায় ঢাকা মেডিকেল সেন্টার। প্রতিষ্ঠানের এম ডি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল টিম রিয়াদ বাংলা স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা প্রাঙ্গণে ও রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সেবা প্রদান করেছে।

রিয়াদে বাংলাদেশের প্রতিষ্ঠানটির এমডি এবং অন্যান্য কর্মকর্তারা জানান, শুধু আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস নয় আমরা অন্যান্য সময়েও এ সেবা প্রদান করে থাকি।

বিভিন্ন জাতীয় দিবসে এছাড়া রিয়াদ কমিনিউটির যে কোনো অনুষ্ঠানে প্রবাসীদের ফ্রি সেবা দিয়ে থাকি। ফলে প্রবাসীরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকতে পারে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]