মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ গ্রেফতার ১৭

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া থেকে
প্রকাশিত: ১০:০০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-ফাইল

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী তামান বুকিত জলিলের একটি নির্মাণস্থলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন বাংলাদেশ ও ৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক।

কুয়ালালামপুর সিআইডি প্রধান রোশদি মোহাম্মাদ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা গত ১০ ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের কারো কারো কাছে রামদাও ছিলো।

তিনি আরও জানান, নির্মাণ স্থলের লিফট ব্যবহারকে কেন্দ্র করে তাদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

এমএমজেড/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]