সৌদিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবের বাংলা স্কুলগুলোতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা রিয়াদ এবং জেদ্দায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

১ ফেব্রুয়ারি সকালে সৌদি সময় সকাল ৭টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করে।

saudi

এবার রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৭ জন অংশগ্রহণ করেছে যার মধ্যে ৪৯ জন ছাত্র এবং ৬৮ জন ছাত্রী রয়েছে। বিজ্ঞান বিভাগে ৮৫ এবং ব্যবসায়ী বিভাগে ৩২ জন রয়েছে।

রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রিয়াদ কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে রয়েছেন রিয়াদ দূতাবাসের সোনালী ব্যাংকের এজিএম আব্দুল ওহাব এবং সার্বিক পরিচালনায় রয়েছেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুল আলম।

এমআরএম/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]