পাচার চক্রের হোতাসহ মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী গণমাধ্যমকে জানিয়েছেন শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আবাং বাংলা’ নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ সবাই ঢাকা থেকে জাকার্তা হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।

মুস্তাফার আলী বলেন, ‘আটককৃতরা আগেও মালয়েশিয়ায় ছিল। অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় এর আগে তাদের আটক ও কালো তালিকাভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমজেড/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com