বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপির আলোচনা সভা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৬:২০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭

মালয়েশিয়ায় স্থানীয় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল সলিলের বল রুমে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও সহ-দফতর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন, প্রচার সম্পাদক বশির আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, নাজমুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী টেলিফোনে মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

সভায় মালয়েশিয়া বিএনপির নেতারা বলেন, স্বাধীনতার প্রধান লক্ষ্য ছিল বহুদলীয় গণতন্ত্র। পাকিস্তান জনগণের ভোটাধিকার হরণ করতে চেয়েছিল বলেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছিল।

তারা অভিযোগ করেন, আজ মানুষের কথা বলার অধিকার নেই। মৌলিক মানবাধিকার নেই। কথা বললে সেটা এডিট হয়ে যাচ্ছে। অথচ আমাদের দলের চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন শাসকদলের নেতারা।

তারা বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে ৭০ সালের নির্বাচনে। সে সময় আওয়ামী লীগ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি বলেই একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছিল। সে দিনের ইয়াহিয়া খান, টিক্কা খানের সঙ্গে আজকের শাসকগোষ্ঠীর পার্থক্য কী?

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান পরিবেশন করেন, সামিয়া আফরিন, সোহাগ, এবং নৃত্য পরিবেশন করেন এলোরা ড্যান্স একাডেমির সদস্যরা। এ সময় দর্শকরা আনন্দে মেতে উঠেন।

এমএমজেড/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]