মালয়েশিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কারি-কাপালা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা সোহরাওয়ার্দী হোসেন সারওয়ার।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদার।

আলোচনা সভায় বক্তারা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ৫৬ হাজার বর্গমাইলের এ মৃত্তিকা, ৩ ফসলি জমি, সবুজ প্রকৃতি, আর লাল সূর্য।

তারা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর অহংকার আর অর্জনের বিজয় উল্লাসে মেতে ছিল পুরো বাংলাদেশ। শোষণ আর বঞ্চনার শিকল ছিঁড়ে মানুষে মানুষে সাম্য আর সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় থেকে বিশ্বের বুকে যে দেশটির জন্ম হয়েছিল, সেটি আজ হাঁটছে উন্নয়নের মহাসড়কে।

তারা আরও বলেন, এ উন্নয়নের মহাসড়কের বাহক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম রব্বানি রাজা, মো. মুরাদ চৌধুরী, মো. বাদল, মালয়েশিয়া আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফারজানা সুলতানা, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, মো. শেখ জাহাঙ্গীর, মো. লিটন সরকার বাবু, জাকির হোসেন, ছাত্র লীগ নেতা মো. আমিনুল ইসলাম ডেনিস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দাতু আক্তার, মনির বিন আমজাদ, মনিরুজ্জামান মনির, ডা. শংকর পোদ্দার, মামুনুর রশিদ, এমদাদুল হক সবুজ মামা, যুব লীগের যুগ্ম আহবায়ক আবু হানিফ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল হোসেন বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে মামা সাংস্কৃতিক গোষ্ঠী বিজয়ের গান পরিবেশন করেন।

এমএমজেড/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]