ফিনল্যান্ডের শততম স্বাধীনতা দিবস পালিত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার ১০০ বছর পালন করেছে ফিনল্যান্ডবাসী। এ উপলক্ষে গত ৬ ডিসেম্বর দেশটিতে নীল ও সাদা আলোকসজ্জা এবং হেলসিংকি স্কোয়ারে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাদার ভিতর নীল ক্রস রঙের ১০০ জাতীয় পতাকা উড়ানো হয়।

এদিন দেশের স্বাধীনতার জন্য নিহত হাজার হাজার শহীদকে স্মরণ করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা বাহিনী কুওপিয়ো শহরে স্বাধীনতা দিবসের বৃহৎ কুজকাওয়াজ করে।

এ ছাড়া মোবাইল ফোনে স্বাধীনতার (আজ ফিনল্যান্ড ১০০ বছরের স্বাধীনতা উদযাপন করছে- সবাইকে শুভ জন্মদিন) বার্তাটি কোটি বার পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

finland

ফিনল্যান্ডের স্বাধীনতার শত বছর উদযাপন উপলক্ষে সারা দেশের বিভিন্ন স্থানে আতশবাজির প্রদর্শনী করা হয়।

এদিকে ফিনল্যান্ডের শততম স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, জার্মানি, গ্রিস, আইসল্যান্ড, লাটভিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল সুইডেনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা ভিডিও বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুল্লাহ ইকবাল/এমএমজেড/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com