কলকাতায় পাঁচ দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’ আয়োজন করেছে। আগামী ১৫ থেকেব ১৯ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব পালিত হবে।

উৎসবে ১৬ ডিসেম্বরের আলোচনা সভায় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করবেন।

বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা প্রতিদিন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়া উৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রও প্রদর্শন করা হবে।

আরএস/জেইআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]