সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম হরিশচন্দ্র রাজ বংশী। গত ২১ নভেম্বর মারা যান তিনি।

হরিশচন্দ্র রাজ বংশী দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবের অ্যারাবিয়ান সার্ভিস কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ রিয়াদস্থ কিং ফাহাদ হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাসের সহায়তায় তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হরিশচন্দ্র রাজ বংশীর গ্রামের বাড়ি ঢাকার সাভারে। তার পিতার নাম ফকির চাঁন চন্দ্র রাজ বংশী।

এআরএস/জেইআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]