সৌদিতে আকামা নবায়ন না করলে ৫০০ রিয়াল জরিমানা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২২ নভেম্বর ২০১৭

নির্দিষ্ট সময়ে আকামা (রেসিডেন্স পারমিট) নবায়ন না করলে সৌদি আরবে প্রবাসীদের ৫০০ রিয়াল জরিমানা দিতে হবে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। স্থানীয় সময় রোববার পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, সৌদি নাগরিকদের বিদেশি স্ত্রীর আকামা নবায়ন করতে দেরি হলেও দিতে হবে ৫০০ রিয়াল।

তবে নতুন পাসপোর্টে পুরনো তথ্য সংযোজন করতে কোনো ফি দিতে হবে না। এজন্য বিশেষ সুযোগ হিসেবে মেয়াদ শেষ হবার পর আরও তিন দিন সময় বাড়ানো হয়েছে।

সৌদি সরকারের আকামা নবায়নের জন্য বাড়তি তিন দিনের কারণে ৭ লাখ মানুষ আকামা নবায়ন করতে পারবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়।

গত তিন দিনে অবৈধভাবে সৌদিতে বসবাস ও শ্রম আইন লঙ্ঘন করা কমপক্ষে ২৪ হাজার জনকে আটক করেছে সরকার। এদের মধ্যে ১৫ হাজার ৭০২ জনকে আকামা ভঙ্গ, ৪ হাজার ৩৫৩ জনকে শ্রম আইন লঙ্ঘন করা এবং ৩ হাজার ৮৮৩ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]