মালয়েশিয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া থেকে
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার কুয়ালালামপুরের সারডাং সাউথ সিটি হলরোমে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিক লীগের সভাপতি মো. নাজমুল হাসান বাবুলের সভাপতিত্বে ও শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন সরদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন মুকুল বলেন, যারা এক সময় বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করতে কালো আইন করেছিল, তারাই এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে সকল বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন।

malaysia

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামাল বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পোষণ করেছে। তারাই খুনিদের বাংলাদেশের জাতীয় সংসদে বসার সুযোগ করে দিয়েছে। এই ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করতে কালো আইন করেছিল। তাদের মুখোশ আস্তে আস্তে উন্মেচিত হচ্ছে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া ম্যমিক লীগের সিনিয়র সহ সভাপতি মো. শাহ আলম হাওলাদার ও মহানগর শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ আলী বুলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. মোনায়েম খান, মালয়েশিয়া শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজোয়ানুর রহমান প্রমুখ।

একে/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com